ঝগড়া দেখতে গিয়ে হামলার শিকার যুবকের মৃত্যু

ঝগড়া দেখতে গিয়ে হামলার শিকার যুবকের মৃত্যু,ঝগড়া দেখতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার যুবক আসাদুল ইসলাম (৩৪) মারা গেছেন। দুই দিন ধরে চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।আসাদুল ইসলাম রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে।নিহত ব্যক্তির স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে প্রতিবেশী ইমরান হোসেনের সঙ্গে স্কুলশিক্ষক মকছেদ আলীর ঝগড়া হয়। খেত থেকে কাটা ধান ভ্যানে করে বহন নিয়ে স্কুলশিক্ষকের সঙ্গে প্রতিবেশীর ঝগড়া বাধে।

 

ঝগড়া দেখতে গিয়ে হামলার শিকার যুবকের মৃত্যু

 

ঝগড়া দেখতে গিয়ে হামলার শিকার যুবকের মৃত্যু

 

তাঁদের বাগ্‌বিতণ্ডা শুনতে পেয়ে সেখানে যান স্কুলশিক্ষকের ছোট ভাই আসাদুল ইসলামসহ আরও কয়েক প্রতিবেশী। ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে থাকা যুবক আসাদুলের ওপর অতর্কিতে বাঁশের লাঠি দিয়ে হামলা চালানো হয়। তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ সকাল সাতটার দিকে চিকিৎসক তাঁকে মৃত

ঘোষণা করেন।ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ময়েজ উদ্দিন বলেন, আসাদুল ঝগড়া দেখতে গিয়েছিলেন। তিনি ঘটনাস্থল থেকে বেশ কিছু দূরে অবস্থান করছিলেন। তাঁর ওপর অতর্কিতে হামলা চালিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়। হামলাকারী সাইদুর রহমানের বিরুদ্ধে লোকজনকে মারপিট করার একাধিক অভিযোগ আছে।নিহত যুবকের ছোট ভাই স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মকছেদ আলী

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

অভিযোগ করে বলেন, খেত থেকে কাটা ধান তিনি ভ্যানে করে সাইদুর রহমানের বাড়ির পাশ দিয়ে নিয়ে আসছিলেন। এতে প্রতিবেশী সাইদুর রহমানের ছেলে ইমরান হোসেন আপত্তি জানান। এ নিয়ে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে থাকা তাঁর ছোট ভাইয়ের ওপর হামলা চালানো হয়। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে তাঁর ভাই মারা গেলেন।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

 

ঝগড়া দেখতে গিয়ে হামলার শিকার যুবকের মৃত্যু

 

আরও পড়ুন:

১ thought on “ঝগড়া দেখতে গিয়ে হামলার শিকার যুবকের মৃত্যু”

Leave a Comment