ট্রেন চালুর দাবিতে রাজশাহীতে অবস্থান কর্মসূচি

রাজশাহী থেকে পার্বতীপুর রুটে উত্তরা এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি দেওয়া হয়েছে।

 

ট্রেন চালুর দাবিতে রাজশাহীতে অবস্থান কর্মসূচি

গতকাল রবিবার বেলা ১১টার দিকে রাজশাহীতে রেল পশ্চিমাঞ্চলের প্রধান কার্যালয়ে মহাব্যবস্থাপকের মাধ্যমে রেলপথ মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়। এর আগে ঘণ্টাব্যাপী রেল ভবনের সামনে একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

 

 

অবস্থান কর্মসূচিতে রাজশাহী জেলা ক্যাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উপদেষ্টা আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি শ ম সাজু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহীর সাংগঠনিক সম্পাদক জিয়াউল গণি সেলিম, জেলা সুজনের সভাপতি মাহমুদুল আলম, সেলিনা বেগম, মেহেদী হাসান প্রমুখ বক্তব্য দেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

স্মারকলিপি গ্রহণ করে রেল পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম ট্রেন চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। প্রসঙ্গত, গত বছর ২২ ডিসেম্বর পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী-রহনপুর রুটের আরেকটি লোকাল ট্রেন বন্ধ করা হয়।

 

আরও পড়ুন:

Leave a Comment