রাজশাহী জেলার পেশা

আমাদের আজকের আলোচনার বিষয় রাজশাহী জেলার পেশা ।

রাজশাহী জেলার পেশা:-

রাজশাহীর প্রধান রপ্তানি দ্রব্য পাট, আখ ও খেজুর গুড়, পান, আম, লিচু, সবজি, হলুদ, সিল্ক শাড়ি ও কাপড়। কৃষিক্ষেত্রে রাজশাহীতে ব্যাপক উন্নয়ন ঘটেছে। রাজশাহী পরিচিতি পেয়েছে ‘শস্যভান্ডার’ হিসেবে। একদা শুষ্ক, নিষ্প্রাণ এই বরেন্দ্র অঞ্চল সুজলা, সুফলা হয়ে উঠেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মতৎপরতায়।

ফসল উৎপাদন ছাড়াও উদ্যান উন্নয়ন কেন্দ্র ও গবাদি পশু উন্নয়ন খামারের উদ্যোগে রাজশাহী প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। জলাশয়ের সংকট সত্ত্বেও রাজশাহীতে মৎস্যচাষের গুরুত্ব অপরিসীম। মাছের অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে গোদাগাড়ীতে।

 

রাজশাহী জেলার পেশা
রাজশাহী বিশ্ববিদ্যালয় – রাজশাহী জেলা

 

ইতিহাস ও ঐতিহ্যের নিরিখে বিচার করলে দেখা যায়, জাতীয় জীবনে যে বিপুল সম্ভাবনা রাজশাহীর ছিল, তার বাস্তবায়ন সম্ভব হয়নি। দেশের উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র রাজশাহী। কিন্তু অবহেলিত জনপদ-ই রয়ে গেছে রাজশাহী। একদা প্রমত্তা পদ্মার বুকে আজ চর। পদ্মার প্রাণলীলা আজ যেন শুধু সৃতিচারণের বাহক রেশমচাষকে কেন্দ্র করে রাজশাহীতে সম্ভাবনাময় শিল্প গড়ে তোলার লক্ষ্যে কাজ করা যেত তাও হয়নি। রাজশাহী জেলায় কোন উল্লেখযোগ্য বৃহৎ শিল্পকারখানা নেই। এখানে ১টি চিনি কল, ১টি পাটকল, বস্ত্রকল স্থাপিত হয়েছে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

রাষ্ট্রীয় মালিকানায় এসব প্রতিষ্ঠান নিয়মিত লোকসান দিতে থাকায় এগুলো বন্ধের উপক্রম হয়েছে। রাজশাহী জেলার শিল্পায়নে অনগ্রসরতার অন্যতম প্রধান কারণ এখানকার রাষ্ট্রীয় মালিকানার প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় অদক্ষতা, ট্রেড ইউনিয়নের দৌরাত্ম, পর্যাপ্ত কাঁচামাল যোগানে স্বল্পতা, সর্বোপরি ব্যক্তি খাতের নিকট রাষ্ট্রীয় খাতের প্রতিষ্ঠানসমূহের ভাল দৃষ্টান্ত স্থাপনে ব্যর্থতা। এ জেলায় সাধারণ মানুষের মধ্যে কারবারি ঝুঁকি গ্রহণের মানসিকতার অভাবও প্রয়োজনীয় উদ্যোক্তা সৃষ্টি করতে পারেনি।

রাজশাহী জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমন্তবর্তী একটি জেলা। এই জেলাটি রাজশাহী বিভাগের অন্তর্গত। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা। রাজশাহী জেলা বাংলাদেশের পুরাতন জেলাগুলোর অন্যতম প্রধান একটি জেলা।আমের রাজ্য হিসেবে ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য ও পরিষ্কার পরিচ্ছন্ন জেলা হিসেবে দেশব্যাপী বিখ্যাত রাজশাহী।

এছাড়াও সব ধরনের শাক-সবজি উদ্বৃত্তের কারণে রাজশাহীকে সবজিভান্ডার বলা হয়। প্রায় সব ধরনের ফল ও ফসল উৎপাদনে রাজশাহী সারাদেশে বিশেষ পরিচিত এবং শ্রেষ্ঠত্বের দাবিদার। একইসাথে দেশের সর্বোচ্চ পান উৎপাদন হয় রাজশাহীতে। রাজশাহীকে শিক্ষা নগরী এ রেশমের নগরীও বলা হয়।

 

রাজশাহী জেলার পেশা
বরেন্দ্র জাদুঘর – রাজশাহী জেলা

 

আরও পড়ুনঃ

Leave a Comment