রাজশাহী জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় রাজশাহী জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য।

রাজশাহী জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য:-

 

রাজশাহী জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য
রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা – রাজশাহী জেলা

 

রাজশাহী জেলার মোট লোক সংখ্যা ৩০,২৩,২১৬ জন (মার্চ, ২০২০ প্রাক্কলিত জনসংখ্যা)

পুরুষ

: ১৫,২৬,৩০২ (৫০.৪৯ শতাংশ)

মহিলা

: ১৪,৯৬,৯১৪ (৪৯.৫১ শতাংশ)

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

রাজশাহী জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমন্তবর্তী একটি জেলা। এই জেলাটি রাজশাহী বিভাগের অন্তর্গত। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা। রাজশাহী জেলা বাংলাদেশের পুরাতন জেলাগুলোর অন্যতম প্রধান একটি জেলা।আমের রাজ্য হিসেবে ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য ও পরিষ্কার পরিচ্ছন্ন জেলা হিসেবে দেশব্যাপী বিখ্যাত রাজশাহী।

এছাড়াও সব ধরনের শাক-সবজি উদ্বৃত্তের কারণে রাজশাহীকে সবজিভান্ডার বলা হয়। প্রায় সব ধরনের ফল ও ফসল উৎপাদনে রাজশাহী সারাদেশে বিশেষ পরিচিত এবং শ্রেষ্ঠত্বের দাবিদার। একইসাথে দেশের সর্বোচ্চ পান উৎপাদন হয় রাজশাহীতে। রাজশাহীকে শিক্ষা নগরী এ রেশমের নগরীও বলা হয়।

রাজশাহী জেলার উত্তরে নওগাঁ জেলা, দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ, কুষ্টিয়া জেলা ও পদ্মা নদী, পূর্বে নাটোর জেলা, পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলা। দেশের প্রধানতম নদী পদ্মা এই জেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এই জেলার মোট আয়তন ২৪০৭.০১ বর্গকিলোমিটার।

 

রাজশাহী জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য
বরেন্দ্র জাদুঘর – রাজশাহী জেলা

 

আরও পড়ূনঃ

Leave a Comment