প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে নাটোর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা

রাজশাহী আগমন , আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী আগমন উপলক্ষে নাটোর জেলা আওয়ামী লীগ প্রতিনিধি সভা করেছে।আজ শনিবার বিকেল চারটায় স্থানীয় অনিমা চৌধুরী মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

 

প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে নাটোর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা

 

প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে নাটোর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা

সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলাদেশের মর্যাদাকে অনন্য উচ্চতায় আসীন করেছেন। তাঁর হাতেই দেশ নিরাপদ। কোন অপপ্রচারে মানুষ আর বিভ্রান্ত হবেনা। বিএনপি-জামাতকে আর মানুষ বিশ্বাস করেনা। দেশের মানুষ শেখ হাসিনা’র উন্নয়নের ধারায় ঐক্যবদ্ধ হয়েছেন। কোন অপশক্তি দেশের এই উন্নয়নকে থামাতে পারবেনা। ডিজিটাল বাংলাদেশের সফল পথপরিক্রমায় ২০৪১ সালের মধ্যে মেধা ভিত্তিক স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও শহিদুল ইসলাম বকুল,  সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী এবং নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি।

 

প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে নাটোর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা

 

 

আরোও পড়ুনঃ

Leave a Comment