Site icon রাজশাহী জিলাইভ | truth alone triumphs

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সদস্যরা এতে অংশ নেন।

 

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

 

মানববন্ধনে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গনে আইনজীবিকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই ঘটনাকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উস্কানি দিচ্ছে।

 

 

তারা বলেন, আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক না কেন, অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে আইনজীবীরা আরও বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে। মানববন্ধন থেকে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। পাশাপাশি বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি করেন বক্তারা।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক জমসেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী প্রমুখ।

 

আরও পড়ুন:

Exit mobile version