মে দিবস উপলক্ষে আরইউজের আলোচনা সভা,রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে মহান মে -দিবস পালন করা হয়েছে। মে- দিবস উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় রাজশাহী সাংবাদিক -ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বিএফইউজের যুগ্ম মহাসচিব রাশেদ ইবনে ওবায়েদ। বিশেষ অতিথি ছিলেন, বিএফইউজের সদস্য বদরুল হাসান লিটন।

মে দিবস উপলক্ষে আরইউজের আলোচনা সভা
এসময় উপস্থিত ছিলেন, আরইউজের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সাংবাদিক তবিবুর রহমান, জিয়াউল গণি সেলিমসহ আরইউজের

অন্যান্য সিদস্যবৃন্দ।আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন আরইউজের সাধারণ সম্পাদক তানজিমুল হক।আলোচনা সভায় মহান মে -দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।

আরও পড়ুন :

১ thought on “মে দিবস উপলক্ষে আরইউজের আলোচনা সভা”