Site icon রাজশাহী জিলাইভ | truth alone triumphs

রাজশাহীতে পুলিশের হস্তক্ষেপে বাস চলাচল শুরু

পুলিশের হস্তক্ষেপে রাজশাহী থেকে সব গন্তব্যে বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর থেকে বাস চলাচল শুরু হয়।

 

রাজশাহীতে পুলিশের হস্তক্ষেপে বাস চলাচল শুরু

গতকাল সোমবার সকালে রাজশাহীর তানোরে ছয়জন বাস শ্রমিককে মারধর করা হয়। এরই জেরে সেদিন দুপুর থেকে গাড়ি চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। পরে রাতে বাস চলাচল শুরু হলেও আজ সকালে তা আবার বন্ধ করে দেওয়া হয়েছিল।

বাস শ্রমিকদের অভিযোগ, গতকাল তানোরে সিএনজি অটোরিকশার চালকরা বাসের ছয়জন চালক, হেলপার ও কন্ডাক্টরকে মারধর করেন। তারা হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনার পর মঙ্গলবার সকালে বাস শ্রমিকরা নগরের রেলগেটে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে হামলা করেন। এ সময় কমপক্ষে ৭০টি সিএনজি অটোরিকশার কাঁচ ভেঙে দেওয়া হয়। হামলায় চালক-যাত্রীসহ অন্তত ১২ জন আহত হন।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও পড়ুন:

Exit mobile version