Site icon রাজশাহী জিলাইভ | truth alone triumphs

রাজশাহীতে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন ফটকে তালা

রাজশাহীতে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন ফটকে তালা,বিএনপির পদযাত্রার কর্মসূচিকে কেন্দ্র করে রাজশাহীতে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা ও মহানগর বিএনপির কার্যালয়টি নগরের মালোপাড়া এলাকায় অবস্থিত। আজ মঙ্গলবার সকাল থেকে কার্যালয়ের ফটকে তালা ঝুলছে। এ ছাড়া নগরের সাহেববাজার এলাকায় রিকশা চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।পুলিশ দাবি করেছে, বিএনপি কার্যালয়ে তারা তালা ঝোলায়নি। দলটির কর্মসূচি ঘিরে নগরে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য নিরাপত্তাবলয় তৈরি করেছে পুলিশ।

 

রাজশাহীতে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন ফটকে তালা

 

রাজশাহীতে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন ফটকে তালা

আজ বেলা ১১টার দিকে বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও নগরের ভুবনমোহন পার্কের নির্ধারিত জায়গায় দুপুর ১২টা পর্যন্ত দলটির কোনো নেতা-কর্মী যাননি। তাঁরা বলছেন, অন্য কোথাও তাঁরা এই কর্মসূচি পালন করবেন।দলীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে এই পদযাত্রা আয়োজনের উদ্যোগ নেয় জেলা ও মহানগর বিএনপি। কর্মসূচিটি ভুবনমোহন পার্ক থেকে শুরু করে নগরের সোনাদীঘির মোড় ও সাহেববাজার হয়ে রেলগেটে গিয়ে শেষ করার কথা ছিল।

কিন্তু বেলা ১১টা বাজার আগেই পুলিশ নগরের স্বচ্ছ টাওয়ারের মোড় থেকে সোনাদীঘির মোড় পর্যন্ত এলাকায় রিকশা চলাচল বন্ধ করে দেয় এবং বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করে।নগরের সাহেববাজার এলাকায় রিকশা চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশছবি: শহীদুল ইসলামনগরের মালোপাড়া এলাকায় অবস্থিত এই কার্যালয়ে একজন পিয়ন ছাড়া আর কেউ নেই। পিয়ন কেবল দাস বলেন, বেলা ১১টার দিকে পুলিশ কার্যালয়ের ফটকে তালা দিয়ে গেছে।রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, বিএনপির কর্মসূচি ঘিরে নগরে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য তাঁরা একটি নিরাপত্তাবলয় তৈরি করেছেন।

 

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তা ছাড়া আর কিছুই না। দলটির কার্যালয়ে তালা লাগানোর বিষয়ে তিনি বলেন, বিএনপি নিজেরাই হয়তো তালা লাগিয়েছে। পুলিশ তাদের কার্যালয়ে তালা লাগায়নি।পুলিশ দাবি করেছে, বিএনপি কার্যালয়ে এই তালা তারা ঝোলায়নি। যদিও কার্যালয়ের পিওন বলেছেন, পুলিশই ঝুলিয়েছেছবি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, তাঁদের নির্ধারিত ভেন্যু পুলিশ ঘিরে রেখেছে।

 

 

সে জন্য সেখানে তাঁরা কর্মসূচি পালন করতে যাননি। তাঁরা অন্য জায়গায় কর্মসূচি পালনের চেষ্টা করছেন। তিনি বলেন, ওখানেই করতে হবে, এমন নয়। নগরের ছয়টি থানার যেকোনো জায়গাতেই তাঁরা কর্মসূচি পালনের চেষ্টা করবেন। তারপর পুলিশ বাধা দিলে তখন দেখা যাবে।

আরও পড়ুন:

Exit mobile version