Site icon রাজশাহী জিলাইভ | truth alone triumphs

রাজশাহীতে নগর ভবনে ঢুকে নারী কর্মীকে ছুরিকাঘাত

রাজশাহী নগর ভবনে ঢুকে সিটি করপোরেশনের এক নারী কর্মীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরের এই ঘটনায় নগরের বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। হামলাকারীরা আগের দিন এসে হুমকি দেওয়ার পর আজ ছুরিকাঘাত করেন তবে তিনি কাউকে চিনতে পারেননি বলে জানিয়েছেন।

 

রাজশাহীতে নগর ভবনে ঢুকে নারী কর্মীকে ছুরিকাঘাত

ভুক্তভোগী নারীর নাম বর্ষা রানী সাহা (২৮)। তিনি রাজশাহী সিটি করপোরেশনের তথ্যকেন্দ্রের কর্মী। নগর ভবনের নিচতলায় তাঁর কার্যালয়। ঘটনার পর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। পরে থানায় অভিযোগ করতে যান।

ডেস্কে ওই নারীর পাশে বসেন আরেক নারী কর্মী। তিনি জানান, তাঁরা কিছুই বুঝতে পারেননি। হাত ধরে তাঁকে দৌড়ে যেতে দেখেছেন। পরে তাঁর স্বামী এসে ব্যাগ থেকে তাঁর মুঠোফোন নিয়ে যান। ব্যাগটা ডেস্কে থেকে যায়। বেলা সাড়ে তিনটার দিকে ওই সহকর্মী জানান, আহত বর্ষা তখনো ডেস্কে ফেরেননি।

 

 

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ প্রথম আলোকে বলেন, হাতে ব্যান্ডেজ নিয়ে ওই নারী থানায় এসে দাবি করেন, নগর ভবনে ঢুকে তিন তরুণ আগের দিন তাঁকে হুমকি দিয়ে যায়। আজ দুপুরে তাঁদের একজন এসে তাঁকে ছুরিকাঘাত করেন। তিনি তাঁর পিছু নিলেও চিনতে পারেননি। ওসি বলেন, ওই নারীর স্বামীও থানায় এসেছিলেন। এখন থেকে স্বামীর সঙ্গে তাঁকে অফিসে যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছে। আর অভিযোগটি গ্রহণ করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ফিরলে আসল ঘটনা বোঝা যাবে।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দীন বলেন, ঘটনা ঠিক কোথায় ঘটেছে, তিনি জানেন না। বর্ষা তাঁকে কিছুই জানাননি। চিকিৎসার পর থানায় জিডি করতে গেছেন বলে শুনেছেন। বিষয়টি জানার চেষ্টা করছেন তিনি।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, তিনি সকাল থেকে পরপর কয়েকটি অনুষ্ঠানে আছেন। বিষয়টি তিনি জানেন না। খোঁজ নিয়ে বলতে পারবেন।

 

আরও পড়ুন:

Exit mobile version