Site icon রাজশাহী জিলাইভ | truth alone triumphs

সরকারের নির্দেশনাও মানেনি দুর্বার রাজশাহী

ক্রীড়া মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, দুর্বার রাজশাহী ক্রিকেটার ও কোচিং স্টাফের সম্মানী ১০ ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে। ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী ভ্যালেন্টাইন গ্রুপের এমডি শফিকুর রহমানও যুব ও ক্রীড়া উপদেষ্টাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বকেয়া পরিশোধের।

 

সরকারের নির্দেশনাও মানেনি দুর্বার রাজশাহী

 

ডিবির কাছে লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পর ক্রিকেটারদের সম্মানীর দ্বিতীয় ২৫ শতাংশ পরিশোধ করেন তিনি। অর্থাৎ অনেক জল ঘোলা হওয়ার পর তাসকিন আহমেদদের চুক্তির ৫০ শতাংশ টাকা দিয়েছিল ফ্র্যাঞ্চাইজি। কথা ছিল ৭ ও ১০ ফেব্রুয়ারি বাকি ৫০ শতাংশ টাকা দেওয়া হবে।

সরকারের বেঁধে দেওয়া সময়ের শেষ দিন ছিল গতকাল। এ সময়ের ভেতরে ক্রিকেটাররা রাজশাহীর মালিকের কাছ থেকে আর কোনো টাকা পাননি। এনামুল হক বিজয়রা টাকা না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে জানতে চেয়ে শফিকুর রহমানকে ফোন করে পাওয়া যায়নি। বিসিবি থেকেও কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি।

গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও পড়ুন:

Exit mobile version