রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ অব্যাহত জনজীবনে অস্বস্তি,রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ বইছে। তবে আগের দিনের চেয়ে যৎসামান্য তাপমাত্রা কমেছে। আজ মঙ্গলবার বেলা তিনটায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মে মাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এর আগের দিন সোমবার ছিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।সাধারণত ৩৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা ‘মৃদু তাপপ্রবাহ’, তার বেশি ৩৮ ডিগ্রি হলে তা ‘মাঝারি তাপপ্রবাহ’ আর ৪০ ডিগ্রি হলে তা ‘তীব্র তাপপ্রবাহ’ হিসেবে বিবেচিত হয়। এর বেশি হলে তা ‘অতি তীব্র তাপপ্রবাহ’। সে ক্ষেত্রে রাজশাহীতে আজও দ্বিতীয় দিনের মতো তীব্র তাপপ্রবাহ বইছে।

রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ অব্যাহত জনজীবনে অস্বস্তি
এদিকে টানা দুই দিনের তীব্র তাপপ্রবাহে মানুষ নাকাল হয়ে পড়েছেন। বাইরে মানুষের আনাগোনাও কমেছে। তবে শ্রমজীবী মানুষ যথারীতি তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করেই কাজে বের হয়েছেন। কেউ মাথায় গামছা বেঁধেছেন, কেউ সঙ্গে রাখছেন ছাতা।নগরের চৌদ্দপাই এলাকায় তীব্র দাবদাহের মধ্যে রড কাটার কাজ করছিলেন পবা উপজেলার দারুশা গ্রামের মো. রাব্বিল। তাঁর মাথায় প্রথমে ক্যাপ, তার ওপরে গামছা পরা ছিল। নিজেই মুঠোফোনে এই
প্রতিবেদককে আজকের তাপমাত্রা দেখাচ্ছিলেন। রাব্বিল বলেন, তাঁদের এই তাপমাত্রার মধ্যেও কাজ করতে হয়। মাঝেমধ্যে জিরিয়ে নিচ্ছেন। শরীর ঘেমে যাচ্ছে। তবুও কিছু করার নেই।বিনোদপুর এলাকায় একদল শ্রমিক সড়ক বিভাজকের সংস্কারকাজ করছিলেন। তাঁরা তপ্ত রডে জি-আই তার বাঁধছিলেন। শ্রমিকেরা বললেন, গত এপ্রিলে রমজানের মধ্যে তাপমাত্রা অনেক বেড়েছিল, তখনো কাজ বন্ধ করেননি, এখনো করা যাবে না।তীব্র

তাপপ্রবাহ উপেক্ষা কাজে নেমেছেন শ্রমজীবী মানুষ। আজ মঙ্গলবার দুপুরের পর রাজশাহীর বিনোদপুর এলাকায়ছবি: শফিকুল ইসলামরাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, এর আগে গত এপ্রিলে টানা ২০ দিন দাবদাহ চলেছে। এর মধ্যে গত ১৭ এপ্রিল রাজশাহীতে গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এপ্রিলে অন্তত সাত দিন তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। এরপর গত ২৪ এপ্রিল
প্রথম বৃষ্টি হয় রাজশাহীতে। সেদিন রাজশাহীতে ৩৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এরপর ৩০ এপ্রিল রেকর্ড করা হয় ২২ দশমিক ৮ মিলিমিটার। সর্বশেষ গত ৪ মে বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৪ দশমিক ৪ মিলিমিটার।আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মে মাসের শুরু থেকেই আবার তাপমাত্রা বাড়তে থাকে। তার আগে কয়েক দিন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। ১ মে তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি
সেলসিয়াস। এরপর ২ মে ৩৩ দশমিক ৬, ৩ মে ৩৫, ৪ মে ৩৪, ৫ মে ৩৪, ৬ মে ৩৬ দশমিক ৭, ৭ মে ৩৮ দশমিক ৬, ৮ মে ৪০ দশমিক ৩ এবং আজ ৪০ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস।রাজশাহী আবহাওয়া -পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, রাজশাহীতে আজও তীব্র তাপপ্রবাহ বইছে। এটি অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন:
১ thought on “রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ অব্যাহত জনজীবনে অস্বস্তি”